দেবাশিস কর্মকার: কচিকাঁচারা যে এতো সুন্দর অভিনয় করতে পারে তা দাসপুর-২ ব্লকের দুবরাজপুর দুর্গা
পুজোয় নবমীর রাতে নাটকটি না দেখলে উপলব্ধিই করা যেত না। নবমীর রাতে পুজো কমিটির সাংস্কৃতিক মঞ্চে একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। সেই নাটকে ওই্ গ্রামেরই কচিকাঁচা ও কিশোর কিশোরীরা অভিনয় করেছিল। এত দক্ষতার সঙ্গে অভিনয় করে ছিল তা নাটকটিকে না দেখলে উপলব্ধিই করতে পারবেন না। উপরের লিঙ্কে ক্লিক করে পুরো নাটকটি দেখতে পারেন। প্রসঙ্গত, দুবারাজপুর গ্রামটি প্রত্যন্ত এলাকায় হলেও সাংস্কৃতিক চর্চার দিক দিয়ে অন্যান্য গ্রামের থেকে অনেক এগিয়ে। ওই গ্রামের পক্ষ থেকেই অন্যান্য বারের মতো এবছরও একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা দেখানো হয়েছিল। যে সিনেমায় গ্রামের যুবক-যুবতীরাই অভিনয়ের পাশাপাশি নির্দেশনা, স্ক্রিপ্ট লেখা সম্পাদনা ও ক্যামেরার কাজ করেছিলেন।
২০১৯ সালের নবমীর রাতে গ্রামের কচিকাঁচাদের অভিনীত নাটক ‘বিফলে মূল্য ফেরত’। কাহিনী সমীর সেনগুপ্ত। অভিনয়ে সায়ন কর্মকার(বোধোদয়), কৌস্তভ কর্মকার(হেডমাস্টার), বিবেক আদক(নবা), অনুজ মাইতি (অঙ্কের মাস্টার), দিশা কর্মকার (ফিজিক্সের মাস্টার), প্রিয়া কর্মকার(ইতিহাসের শিক্ষিকা), রিয়া কর্মকার(ভূগোলের মাস্টার), রোহিত আদক(পিয়ন), প্রাককথনে তৃপ্তি পাল কর্মকার, রূপসজ্জায় ররীন্দ্র কর্মকার, ক্যামেরায় অসিত আদক, সর্বোপরি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছেন সুব্রত কর্মকার (8170004866)।