মৃণালকান্তি জানা, স্থানীয় সংবাদ, ঘাটাল: পাগলা কুকুরের আতঙ্ক এলাকা জুড়ে আজ বুধবারের সকাল থেকেই কুকুর থেকে বাঁচতে গ্রামবাসী হাতে লাঠি নিয়ে রাস্তায়। ঘটনা দাসপুর থানার রাজনগর এলাকার। করোনা ও বন্যা পরিস্থিতির মাঝেই ২৪ নভেম্বর, বুধবারের সাতসকালে কুকুরের আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। সকালে বছর ১০এর এক সুমনা দলবেরা তার বাড়ির উঠানে ফুল তুলতে গেলে হঠাৎই এক কুকুর তাকে কামড়ে ধরে। ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। প্রতিবেশীদের শব্দ শুনতে পাওয়া মাত্রই ছুটে পালায় কুকুর। গুরুতর জখম অবস্থায় ওই সুমনাকে উদ্ধার করে দাসপুর হাসপাতালে পাঠানো হয়। এর পরে একাধিক গ্রামবাসীর পাশাপাশি ওই কুকুরটি একাধিক গবাদি পশু সহ অনেক গুলি অন্যান্য কুকুরকেও কামড় দেয় বলে জানা গেছে।ইতিমধ্যেই পাঁচটি কুকুর মারা গেছে, গবাদি পশুগুলির চিকিৎসা চলছে। এই ঘটনার জেরে ওই গ্রামে পাগলা কুকুরের আতঙ্ক ছাড়ায়। বিষয়টি দাসপুর-১ ব্লক প্রশাসনের নজরেও আসে,তবে জানা গেছে প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়ার আগেই ওই হিংস্র কুকুরটিকে গ্রামেরই কয়েকজন মেরে ফেলে।