সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরে প্রকাণ্ড ডিজের বক্স(Dj box) ভেঙে পড়লো ইঞ্জিন ভ্যানের চালকের(driver) উপর। রাস্তা থেকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ(traffic police) ও স্থানীয়রা ওই চালককে উদ্ধার করে পাঠিয়েছে ঘাটাল হাসপাতালে(ghatal hospital)। স্থানীয়দের অভিযোগ, আজ সোমবারের সকাল থেকে দাসপুর থানার হরিরামপুর রাজনগর(Rajnagar) লঙ্কাগড় এলাকায় ইঞ্জিন ভ্যানের উপর ২০ থেকে ৩০ টি ডিজে বক্স বেঁধে উচ্চস্বরে ডিজে বাজিয়ে কার্যত তাণ্ডব চালাচ্ছিল একদল যুবক। জানা যাচ্ছে এই দিন দাসপুর থানার সীতাকুণ্ডর ঘাটে শীলাবতী থেকে কয়েক হাজার ভক্ত জল তুলে ঘাটাল মেদিনীপুর সড়ক(ghatal medinipur road) ধরে নাড়াজোল এলাকায় লঙ্কাগড়ে শিব মন্দিরে যাচ্ছিলেন। এই উৎসবকে কেন্দ্র করেই একাধিক ইঞ্জিন ভ্যানে এভাবে অবৈধভাবে ডিজের বক্স বেঁধে দৌরাত্ম্য চলছিল। এই শব্দে অতিষ্ঠ হচ্ছিলেন ভক্তরাও। তারই মাঝে দুপুর প্রায় পৌনে ২টা নাগাদ ওই সড়ক ধরে লঙ্কাগড়ের দিকে যাবার পথে রাজনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক ইঞ্জিন ভ্যানের চালকের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একের পর এক ডিজে বক্স। ঘটনার ভয়াবহতা দেখে উন্মত্ত সেই যুবকের দল চম্পট দিলেও রাজনগরের কিছু মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে ভারী-ভারী ওই বক্স সরিয়ে চালককে উদ্ধার করে আনে। সাথে সাথে পৌঁছে যায় সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। আহত ওই চালককে পাঠানো হয় ঘাটাল হাসপাতালে। রাস্তার মধ্যেই পড়ে একের পর এক ডিজে বক্স যেগুলির এক একটিরই ওজন ১০০ কেজি হবে। দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ(road block) হয়ে পড়ে। স্থানীয়রা সরাসরি ক্ষোভ উগরে দেয় পুলিশ প্রশাসনের উপর।প্রশ্ন ওঠে কিভাবে প্রকাশ্যে এই শব্দ দানব ডিজের তাণ্ডব চলছে। সামনেই রাজনগর প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় কিন্তু তবুও মুখে কুলুপ কেন প্রশাসনের। প্রশ্ন ওঠে ঘাটালের মহকুমাশাসকে নির্দেশ সত্বেও কেন দাসপুর জুড়ে এই ডিজের তাণ্ডব? প্রাথমিকভাবে জানা গেছে আহত ওই চালকের নাম বাপী বাড়ি দাসপুরের তেমাথানি এলাকায়। ডিজে সেটটি হরিরামপুর এলাকার। আপাতত দাসপুর থানার পুলিশের তরফে ডিজে বক্স গুলির পাশাপাশি ইঞ্জিন ভ্যানটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এখন দেখার এত বড় ঘটনা পাশাপাশি এলাকাবাসীর ক্ষোভের পরে দাসপুর থানার পুলিশ কী ব্যাবস্থা নেয়।