এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা: ডিজের তাণ্ডবে আটক, পুলিশকে ঘিরে রাস্তা অবরোধ করে শিব ভক্তদের বিক্ষোভ

Published on: August 17, 2022 । 8:18 PM

অভীক ঘোষ, স্থানীয় সংবাদ: ডিজে মাইকের তাণ্ডব ১ চালককে আটক করল পুলিশ, প্রতিবাদে রাজ্য সড়কের ওপর ওসি সহ তাাঁর গাড়িকে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আটকে রেখে বিক্ষোভ শিব ভক্তদের। প্রায় ১ ঘন্টা ধরে অবরোধের জেরে তীব্র যানজট দেখা দেয়, চন্দ্রকোণা থেকে মেদিনীপুরগামী রাজ্য সড়কে। শেষমেষ আটক ব্যক্তিদের থানা থেকে এনে ঘটনাস্থলে পুলিশ তাদের মুক্তি দেওয়ার পর বিক্ষোভকারীরা ঘেরাও বিক্ষোভ তুলে নেয়। এমনই ঘটনা চন্দ্রকোণা থানার মল্লেশ্বরপুর এলাকায়। জানা যায়়, চন্দ্রকোণা রাধাবল্লভপুর গ্রামের শতাধিক শিবের ভক্ত ডিজে মাইক বাজিয়ে চন্দ্রকোণার বাঁকা এলাকার শিলাবতী নদী থেকে জল নিয়ে রাজ্য সড়ক হয়ে রাধাবল্লভপুর গ্রামের শিবের মন্দিরে জল ঢালতে যাচ্ছিল আজ বুুধবার বিকেল নাগাদ। যখন মল্লেশ্বরপুরের কাছে এসে পৌঁছায় শিব ভক্তদের শোভাযাত্রাটি ডিজে মাইক সমেত, সেই সময়ই জোরালো ডিজে মাইকের শব্দ শুনে চন্দ্রকোণা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রবি স্বর্ণকার এসে এক ডিজে মাইক চালককে আটক করে চন্দ্রকোণা থানায় নিয়ে যান। আর এতেই বিক্ষোভে ফেটে পড়েন শিবের ভক্তরা, প্রায় ঘন্টাখানেক ধরে তাাঁরা রাজ্য সড়ক অবরোধ করে ওসির গাড়িকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। দেখা দেয় তীব্র উত্তেজনা, ঘটনাস্থলে আসে চন্দ্রকোণা থানার বিশাল পুলিশ বাহিনী।

পুণ্যার্থীরা নাছোড়, পুলিশকে তাদের ওই চালককে ছেড়ে দিতে হবে তারপরেই তারা অবরোধ তুলবে।এমনকি ওসির কেউ ঘেরাও মুক্ত করবে। ডিজের শব্দ কমিয়ে বাজাবার কথা দিলে শেষমেশ ওই আটক ডিজে মাইক চালককে পুলিশ ঘটনাস্থলে এসে ছেড়ে দেওয়ার পর অবরোধ বিক্ষোভ উঠে যায়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।