তনুশ্রী সামন্ত: স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিজ উদ্যোগে মাস্ক বিতরণ করলেন এক শিক্ষক। দাসপুর-১ ব্লকের নন্দনপুরের বাসিন্দা মতিউর রহমান নামে এক বাংলা সাহিত্যের শিক্ষক। মতিউরবাবুর পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ‘বাংলা চেতনা’ নামে বাংলা কোচিং সেন্টার রয়েছে। তিনি সেই সমস্ত কোচিং সেন্টারের ছাত্রছাত্রী ছাড়াও অন্যান্য ছাত্রছাত্রীদের মাস্ক বিতরণ করেন। করোনা উদ্ভূত পরিস্থিতিতে তিনি পর্যায়ক্রমে মোট ১২৬৫ জনকে তিনি মাস্ক দিয়েছেন বলে জানা গিয়েছে। এবিষয়ে মতিউরবাবু বলেন, কিছু কিছু ছাত্রছাত্রী করোনা সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার করলেও অনেকে তা করেনি। কেউ কেউ আবার মুখে রুমাল বা অন্য কিছু বেঁধে নিয়ে বাড়ির বাইরে বের হচ্ছিল। সেজন্যই আমি ব্যক্তিগতভাবে এই মাস্ক বিলির উদ্যোগ নিয়ে ছিলাম।