সঙ্গীতা ঘোড়ই: চন্দ্রকোণা শহরের ৫ নম্বর ওয়ার্ডে ঘাটাল-চন্দ্রকোণা উপর পূর্তদপ্তরের রাস্তার পাশের ড্রেনটি ড্রেনটি ময়লা ও রাস্তার বালি পড়ে বুজে গেছে। যার ফলে জল রাস্তার উপর দিয়ে বইছে। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিককরতে পারেন।] ওভারলোডেড বালি বোঝাই গাড়ি থেকে রাস্তায় বালি পড়তে পড়তে যেত। সেই বালি বৃষ্টির জলে ধোয়া হয়ে গিয়ে তা জমা হত ড্রেনে। তাছাড়া ড্রেনটি বছর দুই আগে তৈরি হলেও জন্মের পর থেকে একবারও পরিষ্কার করা হয়নি বলে স্থানীয়রা জানান। এর ফলে ড্রেনটি পুরো বুজে গিয়েছে। ফলে বৃষ্টির জল আর নিকাশি হতে পারছে না। শহরের প্রধান রাস্তা থেকে বাসস্ট্যান্ডে যাতায়াতে এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি জল জমে যাচ্ছে। গাড়ি গুলি হাই স্পিডে আসছে এবং জল দেখে হঠাৎ করেই ব্রেক চাপছে এর ফলে ঘটতে পারে গুরুতর দুর্ঘটনা। চন্দ্রকোণার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিন্দ্য গোস্বামী বলেন, এই ব্যাপারে এর আগেও পৌরসভায় মৌখিক ভাবে আবেদন দেওয়া হয়েছে কিন্তু পৌরসভা এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। ওই পুভসভার চেয়ারপার্সন অরূপ ধাড়া বলেন, সমস্যার কথাটি আমাদের মাথায় রয়েছে। এনিয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। •ছবি ও ভিডিও পাঠিয়েছেন অনিন্দ্য গোস্বামী
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।