কাজলকান্তি কর্মকার[M:9933066200]: DigiLocker-এর হোয়াটসঅ্যাপ সিস্টেমটি খুব ভালো করেছে। যারা ইতিমধ্যেই DigiLocker-এ অ্যাকাউন্ট খুলে নিয়েছেন তারা এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সমস্ত নথি(আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, গ্যাস কানেকশনের নথি, ইন্সুরেন্স, কোভিড সার্টিফিকেট, ২০১৭ সালের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট) ডাউনলোড করে নিতে পারবেন। কোনও রকম ঝুঁকি ছাড়াই। ওই সমস্ত নথি অরিজিনাল হিসেবে পরিগণিত হবে। সেক্ষেত্রে আপনার যে নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বর থেকে ‘+91 90131 51515’ এই নম্বরে হোয়াটসঅ্যাপে ‘HI’ লিখে পাঠাতে হবে। তারপর ওই নম্বর থেকে আপনাকে আপনার আধার নম্বর দিতে বলবে। আধার নম্বর দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে। সেটা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তারপরই আপনি যা নথি ডাউনলোড করতে চান সেটা পেয়ে যাবেন।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]