মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্কুলের ৭৫ বর্ষপূর্তিতে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]রক্তদান শিবিরের আয়োজন করল দাসপুর-১ ব্লকের ধানখাল প্রাইমারি স্কুল। মহকুমার বিভিন্ন ক্লাব, সংস্থা এমনকি পারিবারিক অনুষ্ঠানগুলিতেও রক্তদান শিবির করার জন্য ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বারবার আবেদন করছেন। সেই কথা মাথায় রেখেই স্কুলের প্লাটিনাম জয়ন্তীতে স্কুলে একটি রক্তদান শিবির করা হল। আজ ২১ ডিসেম্বর ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হয় রক্তদান শিবিরের মাধ্যমেই। রক্তদান শিবিরের উদ্বোধন হয় মহকুমা শাসকের হাতেই। স্কুলের প্রধান শিক্ষক অনুপ মাইতি বলেন, আমরা বিভিন্ন সময় লক্ষ করেছি থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের পরিবারগুলিকে রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হয়। আবার কোনও দুর্ঘটনাগ্রস্ত রোগীকে রক্ত দেওয়ার ক্ষেত্রেও নানান সমস্যায় পড়তে হয়। ওই পরিস্থিতি পরিবারগুলির পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। ঘাটতি দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলিতেও। সেই সমস্যার কথাগুলি মাথায় রেখে এবং মহকুমা শাসকের আহ্বানে সাড়া দিয়ে আমরা আজকে রক্তদান শিবিরটি করি। এলাকার মানুষেরা উৎসাহের সঙ্গেই এগিয়ে আসেন রক্তদানে। ৬ জন মহিলা সহ ৩১ জন রক্তদান করেন আজকে। প্রত্যন্ত এলাকার মানুষেরাও যে এইভাবে রক্তদানে এগিয়ে এসে আমাদের আয়োজিত শিবিরটি সফল করবেন তা আমি ভাবতে পারিনি। স্থানীয় মানুষ, স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আগামী কাল অর্থাৎ ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বরও এই প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান রয়েছে। ছৌনাচ, সর্প বিষয়ক সচেতনতা শিবির, ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা ও তার পুরস্কার বিতরণের মতো অনুষ্ঠান রয়েছে। তাছাড়া ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান ও গান তো রয়েইছে। •৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের ভিডিও
Home এই মুহূর্তে ব্রেকিং রক্তদান শিবিরের মধ্য দিয়েই স্কুলের প্লাটিনাম জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হল...