ইলেকশন এলেই ভয় হয়, মানুষের মধ্যে শান্তি আর ভালোবাসা দরকার: দেব

মনসারাম কর: ঘাটালের সাংসদ কার্যালয়ে বসে ২৭ ফেব্রয়ারী সাংবাদিক সম্মেলন করেন ঘাটালের সাংসদ দেব। সাংবাদিকদের মুখোমুখি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি বর্তমান রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে মানুষের মধ্যে সবার আগে শান্তি দরকার, ভালোবাসা দরকার। ইলেকশন নিয়ে যেভাবে কথাবার্তা হয় ইলেকশন শুনলেই আমার ভয় হয়। উন্নতি একটুখানি কম হলেও চলবে, কিন্তু মানুষ মারা যাবে, মানুষকে ভুল বোঝানো হবে এটা আমি পছন্দ করিনা। মানুষের মধ্যে এখন শান্তি দরকার, ভালোবাসা দরকার, কারণ ইলেকশন দেখলেই কোথাও যেন আমার মনে হয়, কোনও পলিটিক্যাল পার্টি মানুষের মধ্যে ঝগড়া না করিয়ে দেয়, এটাই আমার এখন ভয়। সামনে করপরেশন ইলেকশন, আবার ২০২১ এর ইলেকশন, কোনও ভাবে হিন্দু-মুসলিম যেন তৈরি হয়ে না যায়, অশান্তি যেন তৈরি হয়ে না যায়, এটা মানুষকে বোঝাতে হবে। আমি কাকে ভোট দেব সেটা আমার ব্যাক্তিগত ব্যাপার, আমার মনে হয় এটা ভারতবর্ষের প্রত্যেক রাজনৈতিক দলের মাথায় রাখা উচিত। সে যে ধর্মেরই হোক না কেন প্রত্যেক মানুষের একই অধিকার রয়েছে। মানুষের মধ্যে শান্তিটা সবার আগে দরকার।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।