এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

 সরকার নৌকার দাবিতে সেচমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে স্মারকলিপি

Published on: August 26, 2020 । 4:17 PM

সঙ্গীতা ঘোড়ই: সরকারি নৌকার দাবিতে রাজ্যের সেচমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে স্মারকলিপি পেশ করল ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। সারা রাজ্য জুড়ে নিম্নচাপের কারণে অতিবৃষ্টিতে ও কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে পলাশপাই খালে আসে কচুরিপানা। যার চাপে দাসপুর-২ ব্লকের চকসুলতান, আজুরিয়া, ডোঙাঘাট ও নিশ্চিন্তপুর প্রভৃতি স্থানে পলাশপাই খালের উপর কাঠ ও বাঁশের সেতুগুলি কয়েকদিন আগে ভেঙে যায়। আজ ২৬ আগস্ট ভোরে ওই পলাশপাই খালের উপর মহিষঘাটা কংক্রিট ব্রিজের অ্যাপ্রোচ রোডটি ক্ষতিগ্রস্ত হয়। তাই অবিলম্বে মহিষঘাটায় ট্রাফিক নিয়ন্ত্রণসহ ভেঙে যাওয়া ব্রিজগুলির কাছে মানুষের খাল পারাপারের জন্য নৌকার দাবিতে সরাসরি রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকাছে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি হোয়াটসঅ্যাপে স্মারকলিপি পাঠায়। এরই সাথে সেচ্দপ্তরের উচ্চস্তরের আধিকারিক এবং জেলাশাসক, বিডিও-র কাছেও হোয়াটসঅ্যাপে স্মারকলিপি পেশ করা হয় বলে ওই সংগঠন সূত্রে জানানো হয়েছে। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি বলেন, অবিলম্বে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের  দাবিতেই এই স্মারকলিপি দেওয়া হয়েছে।   আশা করছি মন্ত্রী-সহ অন্যান্য আধিকারিকবৃন্দ দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।