অরুণাভ বেরা: বৃহস্পতিবার ২ জুলাই বিজেপি ঘাটাল মহকুমার তিনটি থানাতে ডেপুটেশন দিল। নিউ টাউনে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হেনস্থার প্রতিবাদে এই কর্মসূচি। ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, গত পঞ্চায়েত ভোট থেকে এখনো পর্যন্ত আমাদের দলের ১০৫ জন নেতা ও কর্মী শহিদ হয়েছেন। নেতা ও কর্মীদের বিনা দোষে কেস দেওয়া হচ্ছে। রাস্তায় নেতাদের আটকানো হচ্ছে। আমরা এইসব অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে প্রতিবাদে জানাতে থানায় ডেপুটেশন দিয়েছি।ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি হাসি হালদার সহ মন্ডল সভাপতিরা।