বিদ্যুৎ বিল মুকুব সহ একাধিক দাবিতে চন্দ্রকোনা ও ঘাটালে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন

বাবলু সাঁতরা: ২৪ জুলাই শুক্রবার সারা রাজ্যের সাথে করোনা লকডাউন পরিস্থিতিতে লাগাম ছাড়া বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার, আমজনতার স্বার্থে বিদ্যুৎ বিল মকুব, ভূতুড়ে বিল মকুব করা, বিদ্যুৎ পরিষেবা যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করা ও অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যে ইউনিট প্রতি যে বর্ধিত দাম নেওয়া হয় তা প্রত্যাহারের দাবি নিয়ে চন্দ্রকোনা পুরসভার ৫ নং ওয়ার্ড রেগুলেটেড মার্কেট বিদ্যুৎ দপ্তর ও ঘাটালের বীরসিংহ বিদ্যুৎ দপ্তরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের পাঁচদফা দাবিপত্র তুলে দেওয়া হয়। এই দাবি না মানলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান বিজেপি নেতৃত্ব। 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।