আত্মসাৎ করা টাকা ফেরতের দাবিতে ক্ষীরপাই পুরসভায় বিক্ষোভ

তনুপ ঘোষ: আবার ক্ষীরপাই পৌরসভা উত্তাল। অন্যায়ভাবে কারচুপি করে আমফানের টাকা হাতিয়ে নেবার অভিযোগে বিক্ষোভ ক্ষীরপাই পুরসভায়। অবিলম্বে  সেই আত্মসাৎ করা টাকা ফেরতের দাবিতে  আজ ১৪ জুলাই ক্ষীরপাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জমায়েত হয়ে ডেপুটেশনে দেন। তাদের দাবি প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। তালিকায় কারচুপি করে যারা সরকারি টাকা হাতিয়ে নিয়েছে অবিলম্বে তাদের টাকা ফেরত দিতে হবে। ওই এলাকার বাসিন্দা মনোজ রায় বলেন, আমফানসহ পরিযায়ী শ্রমিকদের চাল নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য চৈতালি মণ্ডল আমফান নিয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা স্বীকার করে নেন। তিনি বলেন, যাদের পাকা বাড়ি আছে কোনও ক্ষতি হয়নি তারাও আমফানের টাকা পেয়েছে। আমি নিজেও হতবাক। আমার ওয়ার্ডে মাত্র ১২ জন ক্ষতিগ্রস্তদের নাম নথিভুক্ত করেছিলাম। লিষ্টে দেখা গেল তার বাইরে অনেকেই টাকা হাতিয়ে নিয়েছে। একটি চক্র এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনপ্রিয়তাকে কালিমালিপ্ত করতে চাইছে। কিন্তু আমরা হতে দেব না। প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাবার জন্য বোর্ডের কাছে সুপারিশ করব। আর যারা কারচুপি করে আমফানের টাকা হাতিয়ে নিয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com