এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

 ডি আই অফিসে স্মারকলিপি শিক্ষা কর্মীদের

Published on: October 16, 2020 । 10:06 PM

মোনালিসা বেরা: বিদ্যালয়ের শিক্ষাকমীদের  হেনস্থার অভিযোগে  আজ  ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গ স্কুল এবং মাদ্রাসা করণিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর বিদ্যালয় পরিদর্শককে (ডি আই) স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের প্রধান দাবিগুলি হল, অনলাইন বদলির ক্ষেত্রে শিক্ষাকর্মীদের বঞ্চিত করা হচ্ছে। সরকারি নিয়ম অমান্য করে এবং   কোভিড পরিস্থিতিতেও কন্টেনমেন্ট জোনে বসবাসকারী  শিক্ষাকর্মীদের স্কুলে আসতে বাধ্য করছেন স্কুলের প্রধান শিক্ষক।  নোডাল শিক্ষক থাকা সত্ত্বেও শিক্ষাকর্মীদের সকল সরকারি কাজ করতে বাধ্য করা হচ্ছে। এছাড়াও আজকের ডেপুটেশনে শিক্ষাকর্মীদের  পদোন্নতির ব্যবস্থা করার দাবি তোলা হয়।এবিষয়ে সাগারপুর স্যার আশুতোষ হাইস্কুলের করণিক এবং এই অ্যাসোসিয়েশনের সহকারী সভাপতি অজয় দোলই জানান, ডি আই এর তরফ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।