এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

একাধিক দাবি নিয়ে দাসপুর বিডিও অফিসে দুই মঞ্চের ডেপুটেশন

Published on: July 19, 2021 । 9:24 PM

একাধিক দাবিতে দাসপুর ১ ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিল পশ্চিম বঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ এবং পশ্চিম বঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ। আজ সোমবার দাসপুর ১ বিডিও অফিসে এই দুই মঞ্চের তরফে তাদের প্রতিনিধিরা বিডিও অফিসের কর্তব্যরত অফিসারের কাছে তাঁদের ডেপুটেশনের কপি জমা দেন। পশ্চিম বঙ্গ ন্যায় মঞ্চের পক্ষে রাধেশ্যাম দোলই জানান,মূলত পাঁচটি দাবিতে তাঁদের আজকের এই ডেপুটেশন। দাবিগুলির মধ্যে অন্যতম দাবি,কেন্দ্রীয় মন্ত্রালয়কে অবিলম্বে জাতি ভিত্তিক মজুরী প্রদানের নির্দেশনামা প্রত্যাহার করতে হবে এবং মনরেগা প্রকল্পে সকলের জন্য ২০০ দিনের কাজ এবং দৈনিক ৬০০টাকা মজুরী নিশ্চিত করতে হবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭