এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ঘাটালের বিডিওকে স্মারকলিপি

Published on: August 29, 2019 । 9:02 PM

সোমেশ চক্রবর্তী: ঘাটাল ব্লকের রাধানগর-কুঠিঘাট সড়কের মোহনপুর মোড় থেকে একটি মোরাম রাস্তা খড়িগেড়িয়া পর্যন্ত গিয়েছে। ওই রাস্তাটি দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে রয়েছে। অথচ ওই রাস্তাটি সংস্কারের বিষয়ে প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। সেজন্য আজ ২৯ আগস্ট ঘাটাল ব্লকের মোহনপুর, পোয়ালগেড়িয়া এবং খড়িগেড়িয়া গ্রামের বাসিন্দারা গাড়ি ভাড়া করে বিডিও’র কাছে স্মারকলিপি জমা দিতে আসেন। একই সঙ্গে তাঁরা এদিন মোহনপুর গ্রামপঞ্চায়েত অফিসেও একই ইস্যুতে স্মারকলিপি প্রদান করেন।  •ছবিটি পাঠিয়েছেন প্রশান্ত সরকার

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now