এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বন্দর ও সাহেবঘাটে পাকা ব্রিজের দাবিতে সেচমন্ত্রীকে স্মারকলিপি

Published on: January 11, 2023 । 7:08 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ:  শিলাবতীর নদীর উপর সাহেবঘাটে ও রূপনারায়ণের উপর বন্দরে কংক্রিটের ব্রিজের দাবীতে রাজ্যের সেচ মন্ত্রীকে স্মারকলিপি দিল সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি ও বন্দর ব্রিজ নির্মাণ কমিটি।১১ জানুয়ারি এনিয়ে ওই ব্রিজের দাবী নিয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা- ভাঙন প্রতিরোধের গুরুত্বপূর্ণ কয়েকটি দাবী সহ ঘাটাল মাস্টার প্লানে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ করে আগামী বর্ষার পূর্বে কাজ শুরুর দাবীতে আজ মেদিনীপুর জেলা বন্যা- ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জলসম্পদভবনে রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিকের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন কমিটির পক্ষে নারায়ণচন্দ্র নায়ক, অশোকতরু প্রধান,দেবব্রত মন্ডল, প্রশান্ত মাজি,অর্দ্ধেন্দু মাজি প্রমুখ। আলোচনার সময় উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সঞ্জয় কুণ্ডু। অন্যান্য দাবীগুলোর মধ্যে অন্যতম হল- কেলেঘাই নদী সহ সোয়াদিঘী-পায়রাটুঙ্গি-দেহাটি-দেনান-পুটিমারি-বারচৌকা বেসিন সংস্কার, শিলাবতীর সাহেবঘাট ও রূপনারায়ণের বন্দর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ, রূপনারায়ণের কোলাঘাট সংলগ্ন হাওড়া জেলার দিকে গজিয়ে ওঠা বিশাল চর অপসারণ প্রভৃতি। সেচমন্ত্রী দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন, দুই মেদিনীপুর জেলা স্থায়ী বন্যা-ভাঙন নিয়ন্ত্রণের উপরোক্ত দাবীতে লাগাতর আন্দোলনের ধারাবাহিকতায় আজ নতুন সেচমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়েছে। অতি সত্বর দাবিগুলি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now