মনসারাম কর (স্থানীয় সংবাদ, ঘাটাল) খড়ারের এক বিজেপি নেতার মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন ঘাটালের বালিডাঙ্গার বছর পঞ্চাশের এক গৃহবধূ। দুর্ঘটনার পর সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার কয়েকদিন পর মৃত্যু হয় ওই গৃহবধূর। ভর্তির পর গোপনে খবর রাখলেও প্রকাশ্যে একবারও জখম মহিলার খবর নেননি ওই নেতা। মৃত্যুর কথা তাঁকে জানালে তিনি নূন্যতম সমবেদনা না জানিয়ে বাইক দুর্ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন। ওই নেতার নাম অসিত সাঁতরা। নেতার নৈতিক দায়িত্ব ও চতুরতা নিয়ে সমালোচনায় সরব বিদ্বজ্জনেরা।
গত ২৩ মার্চ বিকেলে ঘটনা ঘটার সময় ঘটনাস্থলে উপস্থিত হয় গ্রামের বহু মানুষ। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে হাসপাতালে পাঠানোর জন্য তোড়জোড় শুরু করেন অনেকে। বিজেপি নেতা অসিত সাঁতরাও সকলকে অনুরোধ করেন গৃহবধূকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন গ্রামের বিশিষ্টজনেরাও, তাঁরা যখন গৃহবধূকে হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করতে ব্যস্ত তখন উপস্থিত আর সকলের সামনে নিজের নাম পরিচয় দেন ওই নেতা। সেখান থেকে বেরিয়ে আসার জন্য ওই নেতা চতুরতার সাথে সেদিন বালিডাঙ্গা গ্রামের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম নেন এবং বলেন তাকে নাকি সকলেই চেনে। এই বলে সেই মূহুর্তে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান তিনি। পরে গোপনে গৃহবধূর সুস্থতার খবর নিলেও মারা যাওয়ার পর মৃত্যুর কথা তাঁকে জানালে তিনি সাফ জানিয়ে দেন তিনি নাকি ওই পথ দিয়ে যাননি, বাইক দুর্ঘটনার কোনও বিষয় তিনি জানেন না। প্রসঙ্গত, সেই মূহুর্তে যখম গৃহবধূকে তড়িঘড়ি হাসপাতাল পাঠানোর কাজে ব্যস্ত থাকায় দুর্ঘটনার ভিডিও বা ছবি তুলে রাখাতে ধ্যান ছিল না উপস্থিত অনেকের।
প্রশ্ন উঠেছে নেতার ভূমিকা নিয়ে। রাস্তায় দুর্ঘটনা ঘটতেই পারে, তাই বলে দুর্ঘটনার পর হাসপাতালে গিয়ে গৃহবধূর খোঁজ খবর নেওয়া বা মৃত্যুর পর সমবেদনা জানানো কি একজন নেতার নৈতিক দায়িত্ব নয়? এই নিয়ে খড়ারেরই একাধিক বিজেপি নেতৃত্ব জানিয়েছেন অসিত সাঁতরাকে নিয়ে দলের অন্দরেও নানান জল্পনা রয়েছে। এলাকার অনেকেই তাঁকে পছন্দ করেন না, এই কারণে স্থানীয় কোনও পদেও নেই তিনি। কিছুটা স্বঘোষিত নেতা হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন বলে খড়ারের অন্য আর এক সূত্র জানিয়েছেন, সমাজবিরোধী কয়েকজনের সাথেও অসিতবাবুর ভালো মেলামেশা আছে বলেও জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে অসিতবাবুর ভূমিকাকে ভালো চোখে দেখছেন না বিজেপির একাংশ, তাঁরা বলেন এই ধরণের লোক বিজেপিতে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট হবে।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন
Home এই মুহূর্তে বিজেপি নেতার মোটর বাইকের ধাক্কায় গৃহবধুর মৃত্যু, সমবেদনা না জানিয়ে দুর্ঘটনার কথা...