কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: বন্যার জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম গঙ্গারাম বায়েন (৫০)। ঘাটাল ব্লকের মনসুকা-২গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনহরিসিংপুর গ্রামে বাড়ি। পেশায় তিনি কৃষক। স্থানীয় সূত্রে জানা যায় আজ ৯ অক্টোবর সোমবার দুপুর নাগাদ গঙ্গারামবাবু বন্যার জলে পারাপার করার জন্য কলা গাছের ভেলা তৈরির জন্য বাঁশ কাটছিলেন। হঠাৎ মাথা ঘুরে জলে পড়ে মৃত্যু হয় তার। স্থানীয় ও পারিবারিসূত্রে জানা যায়, গঙ্গারামবাবুর প্রেসারের সমস্যা ছিল। শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসাও চলছিল। এইভাবে হঠাৎ জলে ডুবে মৃত্যু ঘটায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।