এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালের সিপিএম নেতার ভাইয়ের দুর্ঘটনায় মৃত্যু

Published on: June 25, 2023 । 3:00 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: দুঘর্টনায় মৃত্যু হল ঘাটালের এক স্বর্ণ ব্যবসায়ীর। ওই ব্যক্তির নাম কাজল সরকার (৩৩)। কাজলবাবু  ঘাটালের সিপিআইএম নেতা প্রশান্ত সরকারের ভাই ছিলেন। তাঁর তমলুকে সোনার দোকান রয়েছে। প্রশান্তবাবু  বলেন, তাঁদের জেঠিমা মারা গিয়েছেন, তারই চতুর্থীতে গ্রামের বাড়িতে  এসেছিলেন, ২৪ জুন ভোরে তমলুকে ফেরার সময় তমলুকের কাছে  দ্রুতগতির লরি তার বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কাজলবাবুর পরিবারে স্ত্রী আল্পনা সরকার, পাঁচবছরের একটি পুত্র ও আট বছরের একটি কন্যা রয়েছে। এই অকস্মাৎ দুর্ঘটনায় তাঁর পরিবারের সবাই শোকে ভেঙে পড়েন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now