মনসারাম কর: বীরসিংহের বাসিন্দা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]দেহ উদ্ধার হল। ওই ছাত্রীর নাম সুমনা ঘোষ(২৩)। ঘাটাল থানার বীরসিংহ এলাকার পাথরা গ্রামের বাসিন্দা সুমনা। সুমনা ওই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির চতুর্থ সেমেস্টারের ছাত্রী ছিলেন। তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার জন্য তিনি মেদিনীপুর শহরের এক মেসে থাকতেন। মেদিনীপুর শহরের বার্জটাউনে তার দিদি বাড়ি। গতরাতে তিনি মেস থেকে তিনি দিদিবাড়ি গিয়েছিলেন। সেখান থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুমনা মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বলে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিসের প্রাথমিক অনুমান। আজ তাঁর দেহ ময়না তদন্ত করা হয়। তবে কী কারণে তিনি আত্ম হত্যার পথ বেছে নিলেন তা নিয়ে পরিবারের সদস্যরা ধোঁয়াশায় রয়েছেন।
এদিকে আজ ২১ জুন ঘাটাল পুরসভার রঘুনাথ চকের কাকলি ডোগরা(২৭) নামে এক গৃহবধূর বজ্রাঘাতে মৃত্যু হয়। দুপুরে বাড়ির সামনের মিলে রাখা কাপড় তুলতে গেলে তিনি বজ্রাঘাতে জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।