সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ দুপুরে রান্না ঘরে ভাত খাবার সময় দাসপুর থানার রাজনগরে দেওয়াল চাপা পড়ে দুই গৃহবধূ মারা গেলেন। দুই গৃহবধূর নাম খুশি দোলই (১৯) এবং নিরাঞ্জনা দোলই(২০)। দুজনেই অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে। ভিডিও সহ বিস্তারিত খবর একটু পরেই দেওয়া হচ্ছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










