এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর রাজনগরে দেওয়াল চাপা পড়ে দুই অন্তঃসত্ত্বা মহিলা মৃত

Published on: July 5, 2021 । 4:50 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ দুপুরে রান্না ঘরে ভাত খাবার সময় দাসপুর থানার রাজনগরে দেওয়াল চাপা পড়ে দুই গৃহবধূ মারা গেলেন। দুই গৃহবধূর নাম খুশি দোলই (১৯) এবং নিরাঞ্জনা দোলই(২০)। দুজনেই অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে। ভিডিও সহ বিস্তারিত খবর একটু পরেই দেওয়া হচ্ছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭