শুভম চক্রবর্তী: বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে মৃত্যু হল ঘাটালে। আজ ৩ এপ্রিল ঘটনাটি ঘটেছে ঘাটাল থানা তথা ঘাটাল শহরের ৬ নম্বর ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম কুশগোপাল চক্রবর্তী(৪৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান দিনের মতো এদিনও কুশগোপালবাবু সকালে স্নান করার জন্য বাড়ির সামনের একটি ট্যাপের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি বিদ্যুতের খুঁটি তাঁর উপর পড়ে গেলে তিনি গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি মারা যান। •ভিডিও
এই মৃত্যুর জন্য এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তর এবং স্থানীয় কাউন্সিলারকেই পরোক্ষভাবে দায়ী করেছেন। স্থানীয়দের অভিযোগ, যে খুঁটিটি ভেঙে পড়েছে সেই খুঁটির গোড়াটি ক্ষতিগ্রস্ত জরাজীর্ণ ছিল। খুঁটিটি বদলে দেওয়ার জন্য বার বার বিদ্যুৎ দপ্তরে ও স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছিল। কিন্তু তাঁরা কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। সেজন্যই গোপালবাবুকে অকালে প্রাণ দিতে হল।
যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের বিভাগীয় ইঞ্জিনিয়ার তথা ডিভিশনাল ম্যানেজার গোলক মণ্ডল। তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি গাছের ডাল পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খুঁটির কোনও সমস্যা নেই।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন