এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মাটি চাপা পড়ে মহিলার মৃত্যু

Published on: March 2, 2020 । 6:56 PM

শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুর থানার চকসুলতানে মাটি চাপা পড়ে মারা গেলেন এক মহিলা শ্রমিক। ওই শ্রমিকের নাম পদ্মারাণী ঘোড়ই(৬০)। তাঁর চকসুলতানেই বাড়ি। প্রসঙ্গত, দাসপুর থানার চকসুলতানে ওই দিন ১০০ দিনের কাজ চলছিল। ওই সময় বাঁধের নিচের মাটি কাটার সময় বাঁধের  মাটি ধসে গিয়ে চাপা পড়ে গিয়েছিলেন  কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে তিন জন গুরুতর জখম হন। জখম দু’জনকে গৌরার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্ত করা হয়। গুরুতর জখম পদ্মারাণীদেবীকে  প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গোছাতি গ্রামপঞ্চায়েত প্রধান প্রশান্ত মাল বলেন, কলকাতা যাবার পথেই পদ্মাদেবীর মৃত্যু হয়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/