এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রৌঢ়া?

Published on: December 7, 2025 । 10:05 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ ঘাটাল: গ/লা/য় ফাঁ/স লাগিয়ে নিজেকে শে/ষ করে দিলেন দাসপুর থানার লক্ষ্মীকুণ্ডু গ্রামের এক গৃহবধূ। মৃতের নাম কাকলি মাজি(৫৩)। পুলিশ জানিয়েছে, মৃ/ত/দে/হ উ/দ্ধার করে ম/য়না/তদ/ন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই এলাকার মাজি পাড়ায় নিহাররঞ্জন মাজির স্ত্রী শনিবার রাতে বাড়ির পাশে গোয়ালঘরে গিয়ে গ/লায় ফাঁ/স লাগিয়ে আ/ত্ম/হ/ত্যা করেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তার সঠিক কারণ জানা যায়নি।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/