এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভিনরাজ্যে মর্মান্তিক পরিণতি যুবকের, কফিন বন্দি শবদেহ ফিরল বাড়িতে

Published on: January 8, 2025 । 8:01 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসসুরের যুবকের ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু। মৃতদেহ গ্ৰামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। দাসপুর থানার বিষ্ণুপুরের ওই যুবকের নাম সুশান্ত দোলই (৪৫)।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সুশান্ত ১৯ বছর ধরে ছত্রিশগড়ের রায়পুরে সোনার কাজ করতেন। স্ত্রী মমতা দোলই, ছেলে সাগর ও দুই মেয়ে সাগরিকা, সুলেখাকে নিয়ে সেখানেই থাকতেন। পরে স্ত্রী ও ছেলেমেয়েরা বাড়ি ফিরে আসে। মমতাদেবী বলেন, ‘৫ জানুয়ারি ছত্রিশগড়েই পিকনিক সেরে সন্ধ্যে নাগাদ বাড়ি ফেরার পথে রাস্তায় কোনও অজানা গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। অবশেষে ৭ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ভিনরাজ্যেই মৃতেদেহের ময়নাতদন্তের পর দেহ দাসপুরের বাড়িতে আনা হয়েছে। অন্যদিকে আজ বুধবার মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজনরা।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now