এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আত্মীয় বাড়ির পাসের ঝোপ থেকে পচগলা মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য

Published on: September 13, 2024 । 8:32 PM

অনামিকা বন্দোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আত্মীয়ের বাড়ির পেছনে ঝোপ জঙ্গল থেকে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোণার নতুনগ্রামে। বছর আটত্রিশের ওই যুবকের নাম প্রদীপ ঘোষ, বাড়ি গোয়ালতোড়ে। পুলিশসূত্রে জানা গিয়েছে ওই যুবক প্রায় একবছর ধরে চন্দ্রকোণার আধকাঠাতে টাটা শোরুমে কাজ করতেন। গত ৭ সেপ্টেম্বর শোরুমের কাজে হুগলির জয়রামবাটিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তার এক সহকর্মী প্রদীপকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান। চিকিৎসার পর প্রদীপকে চন্দ্রকোণার নতুনগ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেন। পরের দিন প্রদীপ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিন্তু বাড়ি ফেরেননি। নিখোঁজের প্রায় চারদিনের মাথায় শুক্রবার১৩ সেপ্টেম্বর নতুনগ্রামের ওই আত্মীয়ের বাড়ির পেছনেই ঝোপ-জঙ্গল থেকে দুর্গন্ধ আসায় খোঁজ করে প্রদীপের পচাগলা ঝুলন্ত দেহ দেখা যায়। পুলিশ ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের বাড়িতে বাবা-মা রয়েছেন। ছেলের এই রহস্যজনক মৃত্যুতে তারা ভেঙে পড়েছেন।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।