শ্রীকান্ত ভুঁইয়া ও প্রশান্ত দোলই: দাসপুরের কলাইকুণ্ডু গ্রামের বছর ২৭ এর যুবক দীপক বেরার unnatural death এর পর ক্ষোভে ফুঁসছেন [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ওই গ্রামের বাসিন্দারা, বিশেষ করে গ্রামের মহিলারা। অভিযোগ, গ্রামে প্রকাশ্যে গজিয়ে উঠেছে চোলাই মদের ঠেক। তাঁদের অভিযোগ, দীপকের এই মৃত্যুর কারণও drinking। গ্রামের আনাচকানাচে একেবারে বুক ফুলিয়ে মদ বিক্রি এবং মদের ঠেক বসছে। গভীর রাত পর্যন্ত চলছে সেই ঠেক। মদ্যপ অবস্থায় বাড়ির ছেলেরা বাড়ি ফিরে নিত্যদিন মহিলাদের উপর অত্যাচার করে চলেছে। মহিলারা প্রকাশ্যে জানাচ্ছেন, যারা এই ঠেক চালাচ্ছে তারা সরাসরি হুমকি দিচ্ছে তাদের কেউ কিছু করতে পারবে না। গ্রামের মহিলারা জানাচ্ছেন এভাবে চললে আরও অনেকে মায়ের কোল খালি হবে। এখন দেখার তরতাজা যুবক দীপকের এই মৃত্যু গ্রামের বুক থেকে চোলাইয়ের ঠেক তুলতে পারে কিনা। নাকি এভাবেই আরও অনেক যুবক একেবারে কম বয়সে মদের নেশায় বুঁদ হয়ে প্রাণে কিছু দিন বেঁচে থেকেও জীবন যুদ্ধে মরেই থাকবে।