দুটি পৃথক ঘটনায় দুই ব্যক্তির যা পরিণতি হল

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্যু হল দাসপুরের দু’জনের। দুটি মৃত্যুর ঘটনাকে ঘিরে daspur এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
জানা যাচ্ছে, প্রথম ঘটনাটি ঘটে দাসপুর থানার তিয়রবেড়িয়া এলাকায়। নারকেল পাড়তে উঠে গাছ থেকে পড়ে মৃত্যু হয় বৃদ্ধের। বৃদ্ধের নাম রঞ্জিত জানা(৬৫)। ২৮ সেপ্টেম্বর বিকেলে নারকেল গাছে নারকেল পাড়তে উঠেছিলেন তিনি সেখান থেকেই সোজা নীচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কলকাতা নিয়ে যাওয়া হয়। ওই রাতেই কলকাতার একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

অন্যদিকে daspur police station মুকুন্দপুর এলাকার যুবক অভিজিৎ মান্না (৩৫) ওই একইদিনে Kolkata র জগতপুর এলাকায় একটি লরির পেছন থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, কলকাতায় একটি সেলুন দোকানের staff ছিলেন তিনি। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে সেখানেই থাকতেন অভিজিৎ। আজ শুক্রবার বেলা ১০টা নাগাদ দাসপুরের মুকুন্দপুর গ্রামের বাড়িতে তাঁর মৃত্যর খবর আসে। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও তাঁর বড় মেয়ে। তবে কী কারণে অভিজিৎ এমন পথ বেছে নিলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। পরিবারের ছেলের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের কেউই।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/