এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করল

Published on: March 9, 2023 । 12:47 PM

সোমেশ চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: বৃহস্পতিবার সকালে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ওই ছাত্রে নাম কাশীনাথ মণ্ডল(১৮), ডাক নাম রাজা। বাড়ি ঘাটাল থানার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]মোহনপুরে। আজ তার বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়।  নতুক বিবেকানন্দ বিদ্যামন্দিরের  প্রধান শিক্ষক শেখ মহম্মদ আজিজুর রহমান বলেন, আজ সকালে  কাশীনাথের মৃত্যুর খবর পাই। ও আমাদের স্কুলে দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে পড়ত। এবার তার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। ওর মৃত্যুর খবরটি আমাদের খুবই ভারাক্রান্ত করে তুলেছে। এদিকে ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, আজ সকালেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীনাথের সঙ্গে ওই স্কুলের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কয়েক দিন হল মেয়েটি প্রেমে ব্রেক-আপ এনে অন্য একটি যুবকের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করে। সেই থেকেই কাশীনাথ হতাশা ও অবসাদে ভুগতে শুরু করে। তার কারণেও যুবকটি আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের অভিমত।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now