এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় ৮ ঘণ্টার মধ্যে দুটি দেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য

Published on: April 24, 2022 । 7:58 PM

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: আজ ২৪ এপ্রিল সকাল থেকে দুপুরের মধ্যে দুটি ভিন্ন [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]জায়গা থেকে দুটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। আজ সকালেই ঘাটাল থানার জয়নগরে মধুসূদন ঘোষ(৬০) নামে এক বৃদ্ধের দেহ তাঁরা বাথরুম থেকে উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধুবাবুর বাজারে অনেক দেনা ছিল সেই দেনা পরিশোধ করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেছে।
অন্যদিকে   দুপুরে দাসপুর থানার বেলডাঙা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়াল।  ওই যুবকের নাম সেকেন্দার শেখ (৩০)। বাড়ি বীরভূম জেলায়। তবে ওই যুবক দীর্ঘ আট বছর ধরে বেলডাঙা এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন। রাজমিস্ত্রির কাজ করতেন। স্ত্রীর নাম সাজেদা বিবি। তাঁদের বছর ছয়ের এক কন্যা সন্তান রয়েছে। রবিবারের দুপুর আড়াইটা নাগাদ বেলডাঙার পাঁজার বেড় নামে একটি জায়গায় একটি গাছ থেকে ঝুলতে দেখেন স্থানীয় কয়েকজন মানুষ। চিনতে পেরে বাড়ির লোকজনকে তারাই খবর দেন। দাসপুর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা যায়। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা বলে পুলিশের অনুমান।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।