শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: একই দিনে দাসপুর থানার দু’টি পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। এক জনের নাম অমিত চক্রবর্তী। বয়স ৫০। খুকুড়দহতে বাড়ি। অন্যজনের নাম সুচিত্রা বেরা। বয়স ৪৫। খুকুড়দহ এলাকার শ্রীপুরে বাড়ি।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে খুকুড়দহ গ্রামের অমিত চক্রবর্তীর বিষক্রিয়ায় মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অমিতবাবুর বয়স পঞ্চাশের আশপাশে। তিনি পেশায় ক্লার্ক ছিলেন। গতরাত ২৭ ডিসেম্বর অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমাতে যান কিন্তু ভোর রাতে বাথরুমে যাওয়ার সময় তার স্ত্রী লক্ষ্য করেন অমিতবাবুর মুখ দিয়ে লালা বের হচ্ছে। ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, অর্থনৈতিক কারণে অমিতবাবু মানসিক চাপে ছিলেন এবং অবসাদে ভুগছিলেন। সেই কারণেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
অন্যদিকে আজ দুপুরে দাসপুরের শ্রীপুরের বাসিন্দা সুচিত্রা বেরার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি কী কারণে মারা গিয়েছেন তা নিয়ে ধন্দে রয়েছেন পরিবারের লোকেরা। পুলিস দুটি দেহেরই ময়না তদন্ত করার ব্যবস্থা করেছে।