এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পুকুরের জলে ডুবে মৃত্যু বালকের

Published on: December 17, 2021 । 6:34 PM

মৃণালকান্তি জানা, স্থানীয় সংবাদ, ঘাটাল: পুকুরের জলে ডুবে বালকের অস্বাভাবিক মৃত্যু দাসপুর থানার রাজনগরে। বাড়ির পাশেই পুকুর সেই পুকুরে নিজের হারিয়ে যাওয়া খেলার বল দেখেই সবার অলক্ষে জলে নামে বালক,তারপরই মর্মান্তিক পরিনতি।
জানা যাচ্ছে,আজ শুক্রবার সকাল ৮টা নাগাদ দাসপুরের রাজনগরের স্বপন বেরার ছেলে বছর পাঁচ-এর অনুপম বেরার মৃতদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে পুকুরে খেলার বল কুড়োতে অনুপম জলে নামে আর তখনই জলে পড়ে তার মৃত্যু হয়।
দাদু রামপদ বেরা জানান, কয়েকদিন আগেই একটি খেলার বল বাড়ির সামনের পুকুরে পড়ে যায়, সেই বলটিই আজ পুকুর পাড়ে ভেসে আসে। ভেসে আসা সেই বলটি কুড়াতে গিয়েই নাতি অনুপম পুকুরের জলে তলিয়ে যায়। কিছুক্ষন খোঁজা-খুঁজি শুরু হলে পুকুরের জলে অনুপমের জুতো ভাসতে দেখে পুকুরের জলে নামতেই ছেলেটির দেহ জলের উপর ভেসে উঠে। স্থানীয় ভিলেজ পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেন। ছোট্টো অনুপমের এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।