দাসপুরে বাজনা বাজিয়ে নেচে ঠাকুমার দেহ সৎকার করলেন ৩ ডজন নাতি-নাতনি

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: না, পুজো বা কোনও রাজনৈতিক দলের বিজয় মিছিলের বাদ্যবাজনাও নয়। সেঞ্চুরির কাছাকাছি বয়সের ঠাকুমার মৃতদেহ দাহ করার সময়েই এভাবে বাজনা করা হয়েছে। আজ ২৫ নভেম্বর দাসপুর থানার জোতঘনশ্যাম কবিচকে এমনই দৃশ্য প্রত্যক্ষ করলেন স্থানীয় বাসিন্দারা। ওই গ্রামের বাসিন্দা তুলসী মণ্ডল বাধ্যক্য জনিত কারণে আজ মারা যান। তাঁরই ইচ্ছে পূরণ করতে আজ তাঁর প্রায় তিন ডজন নাতি-নাতনি-নাতবউ-নাতজামাই মিলে বাজনা করে তাঁকে দাহ করার ব্যবস্থা করেন।
নাতিদের মধ্যে দয়াল মণ্ডল, চন্দন মণ্ডল, কিরণ মণ্ডল, নাতনিদের মধ্যে শান্ত মণ্ডল, রিনা মণ্ডল এবং নাত বউদের মধ্যে সুষমা মণ্ডল, বুল্টি মণ্ডরা বলেন, ঠাকুমা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন তাঁর মৃত্যুতে আমরা যেন চোখের জল না ফেলি। আমরা চোখের জল ফেললে তাঁর আত্মার শান্তি পাবে না। আমরা যত আনন্দ সহকারে তাঁর শেষ কৃত্য সম্পন্ন করব তাঁর আত্মা তত শান্তি পাবে। সেজন্যই এই উদ্যোগ।
তুলসীদেবী ৯৬ বছর বয়সে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বছর বারো আগে তাঁর স্বামী বিপিন মণ্ডল মারা গিয়েছেন। তুলসীদেবীর মোট ৩টি ছেলে এবং চার মেয়ে। আর নাতি,নাতনি নাত জামাই, নাতবউ মিলিয়ে প্রায় ৪০ এর কাছাকাছি। পুঁতিও আছে অনেকজন। এদিন তুলসীদেবীর পুঁতিরাই কাঁধে করে নিয়ে পলাশপাই খালের চরের শ্মশানে নিয়ে যান সেখানেই দাহ করা হয়।
তুলসীদেবীর মৃত্যুতে তাঁর ছেলে, মেয়ে এবং বউমার ভেঙে পড়লেও নাতি, নাতনিরা বেশ উৎসবের মেজাজেই ছিলেন। এভাবেই তাঁরা তিন ঘণ্টা ধরে বাজনার তালে তালে নেচে ঠাকুমার দেহ দাহ করেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/