এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল:বন্যার জল থেকে যুবকের দেহ উদ্ধার

Published on: October 4, 2021 । 1:12 PM

কুমারেশ চানক,ঘাটাল:ঘাটালে আবারও বন্যার জলে পড়ে মর্মান্তিক মৃত্যু। আজ সোমবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ ঘাটাল থানার দন্দিপুর থেকে বছর ২৫ এর এক যুবকের দেহ উদপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি প্লাবিত এলাকা থেকে উদ্ধার করল ঘাটাল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দেহটি দন্দিপুর গ্রামেরই ধীরেন্দ্র দোলইয়ের ছেলে শ্যামল দোলইয়ের। আজ সাড়ে ১১টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রাই দেহটি ওই বিদ্যালয়ের সামনের মাঠে বন্যার জলে দেখতে পেয়ে পুলিশে জানায়। ঘাটাল পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে শ্যামল দোলই আলু স্টোর ও মেশিন ট্রলির চালক হিসেবে কাজ করতেন।

তবে ঠিক কীভাবে এই জলে ডুবে মৃত্যু তা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকের ধারনা যুবক মদ্যপ অবস্থায় ছিলেন আর সে অবস্থায় জলে পড়ে এই মর্মান্তিক মৃত্যু। তবে মৃতের স্ত্রী জানাচ্ছেন বাড়ির সামনে বন্যার জলে স্নান করতে নেমে জলের পানায় জড়িয়ে মৃত্যু।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।