এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রায় ১২ লক্ষ টাকার গয়না চুরি গেল দাসপুরে

Published on: August 5, 2021 । 4:15 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার কলমিজোড়ে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চুরির ঘটনাটি ঘটল কলমিজোড় ব্রিজের সামনে অনিকেত জুয়েলার্সে। ৪ আগস্ট বুধবার রাত্রি প্রায় ১১ টা নাগাদ চুরি হয়। অনিকেত জুয়েলার্সের মালিক প্রশান্ত রাউৎ বলেন, গতকাল সকালে একটি ব্যাগের মধ্যে প্রায় আট কিলো রুপার গয়না সহ ১৫০ গ্রাম সোনার গয়না রেখে দুপুরে বাড়ি চলে যাই এবং বিকেল থেকে বৃষ্টি হওয়ার জন্য দোকানে আর আসতে পারিনি। আজ ৫ আগস্ট সকালে পাশের দোকানদার ফোন করে জানান দোকানের তালা ভাঙা। প্রশান্তবাবু জানান, দোকানে গিয়ে দেখি তালা ভাঙা। লকার খোলা এবং একটিই সোনা ও রূপার গয়না নেই। প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের গহনা চুরি গিয়েছে। এক এলাকাবাসী রাজু প্রধান প্রশ্ন তোলেন, এইভাবে যদি চুরির ঘটনা ঘটে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? প্রশাসনকে জানাই এই ঘটনার তদন্ত করা হোক এবং এই গ্রামে নাইটগার্ডের ব্যবস্থা করা হোক। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ গিয়ে তদন্ত করা শুরু করে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]