দাসপুরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উদযাপন

মন্দিরা মাজি ও সন্তু বেরা: আজ ২৭ মার্চ শনিবার সকালে দাসপুরের রামকৃষ্ণ সেবাশ্রমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি উপলক্ষে দিনটি পালিত হল। ওই সেবাশ্রমের সম্পাদক প্রদীপ দাস বলেন,শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আজ ঠাকুরের নাম গান,পুজাপার্বণ ও ধর্মালোচনা হয়েছে। এদিন আশ্রমের তরফ থেকে ‘উত্তরণ’ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে। এই নিয়ে পঞ্চম বর্ষে পা দিল উত্তরণ পত্রিকা। উত্তরণ পত্রিকাটি প্রকাশের জন্য বিভিন্ন বড় বড় মহল থেকে সাহায্য করেছেন এবং তার জন্য প্রদীপবাবু তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই পত্রিকার সম্পাদক প্রসেনজিৎ সেনগুপ্ত জানিয়েছেন, বিভিন্ন মহারাজ স্বামী সুপর্ণানন্দ মহারাজ, বেদস্বরূপানন্দ মহারাজ প্রমুখদের লেখার মধ্যে দিয়ে পত্রিকাটি সমৃদ্ধ হয়েছে। আশ্রমের যেসমস্ত সদস্য ও বিজ্ঞাপনদাতা পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে সহায়তা করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন। অনুষ্ঠানের ভিডিও
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015