নিজস্ব সংবাদদাতা: ন’বছরের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক হলেন ৬০ বছরের বৃদ্ধ প্রাইভেট টিউটর। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গোকুল নগরে। আজ ২২ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ গোকুলনগরের গ্রামের সালিশি সভা থেকে ওই গৃহশিক্ষককে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাইভেট টিউটরের বাড়ি পাশের গ্রাম দাদপুরে। অভিযোগ, কয়েক দিন আগে ওই ছাত্রীকে পড়াতে তাকে যৌন নির্যাতন করে। ছাত্রীটি বিষয়টি তার বাড়িতে বলে। বাড়ির লোকেরা মেডিক্যাল রিপোর্ট করালে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। আজ ওই শিক্ষককে নিয়ে গ্রামের সভায় বসা হয়। সেখান থেকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।