সৌমেন মিশ্র,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: রাজ্য পূর্ত ও সড়ক দপ্তরের তৎপরতায় জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার হরিরামপুর থেকে নাড়াজোল পর্যন্ত রাস্তার দৃঢ়ীকরণ ও সম্প্রসারণের কাজ হলেও ঝাঁ চকচকে রাস্তা জুড়ে ইমারতি সামগ্রী,ফল লাগাতার পথ দুর্ঘটনা। জেলা পুলিশের তরফে ইতি মধ্যেই মাইকিং করে রাস্তা থেকে সমস্ত মালপত্র তুলে নেবার জন্য বলা হলেও কাজ হয়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকেই দাসপুর পুলিশ পথে নামল যাত্রী সাধারণের যাতায়াতের পথ সুগম করার লক্ষ্যে। দাসপুরের রাজনগর এলাকার হরিরামপুর থেকে রাজনগরের দুই বাজার চত্ত্বরে রাস্তার মধ্যে রাখা সমস্ত ইমারতি সামগ্রী এবং পার্কিং করা গাড়িগুলি সরিয়ে দেওয়া হল। এলাকাবাসীদের স্পষ্টভাবেই প্রশাসনের তরফে জানানো হল এরপর থেকে রাস্তার উপর ব্যক্তিগত প্রয়োজন বা ব্যবসার কারণে ইমারতি সামগ্রী রাখলে তা বাজেয়াপ্ত তো করা হবেই পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবিস্থাও নেওয়া হবে। দাসপুর পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকাবাসীর পাশাপাশি পথ চলতি মানুষজনও।