সৌমেন মিশ্র ও সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আদিবাসীদের জাহির স্থানে এলাকার জল প্রকল্প করা চলবে না। সালটা ২০২০, দিনটা ২০ জুন এই দাবিতেই ঘাটাল-মেদিনীপুর সড়কের দাসপুর থানার দুবরাজপুরে পথ অবরোধ করে সোচ্চার প্রায় চারশত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তৎকালীন দাসপুর পুলিশের ওসির মধ্যস্থতায় অবরোধ ওঠে। অবরোধকারীরা জানান, জল প্রকল্প হোক তাঁরা চান, কিন্তু তাঁদের বনদেবীর পুজোর স্থান অর্থাৎ জাহির স্থান থেকে সরিয়ে করা হোক জল প্রকল্প। বছর গড়িয়েছে,কথা রাখেনি প্রশাসন। আদিবাসী সম্প্রদায়ের দাবি, তাঁদের সংস্কৃতি ভাবাবেগের মর্যাদা না দিয়েই দাসপুরের দুবরাজপুরে জাহির স্থানেই বলা চলে প্রশাসনের লাল চোখ দেখিয়েই জোর কদমে চলছে জল প্রকল্পের কাজ। আজ ২৩ নভেম্বর মঙ্গলবার রাতে আদিবাসীদের দুই সংগঠন ভারত জাকাতমাঝি পরগণা ও আদিবাসী উন্নয়ন মঞ্চ যৌথ ভাবে দাসপুর পুলিশের বর্তমান ওসি অমিত মুখোপাধ্যায়ের কাছে তাঁদের আবেদন লিখিত আকারে দিলেন। ভারত জাকাত মাঝি পরগণার পক্ষে রাকেশ নায়েক জানান,অমিতবাবু বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে আদিবাসী উন্নয়ন মঞ্চের তরফে তারাপদ গংকে বলেন, সমস্ত বিষয়টি আমরা প্রশাসনের নজরে আনলাম। পরবর্তিতে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখারও আবেদন জানালাম। তিনি বলেন,এতেও না কাজ হলে তাঁরা বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন।
কথা রাখেনি প্রশাসন,দাসপুর পুলিশের দ্বারস্থ আদিবাসীরা
By সৌমেন মিশ্র
Published on: November 23, 2021 । 11:19 PM










