এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পথশ্রী অভিযান

Published on: October 9, 2020 । 8:19 PM

ইন্দ্রজিৎ মিশ্র:  রাজ্য সরকারের পথশ্রী অভিযানের মাধ্যমে দাসপুর-২ ব্লকের  সাহাচক  গ্রাম পঞ্চায়েতের   বিষ্ণুপুর কাঠগোলা মোড় থেকে বিষ্ণুপুর পীরতলা পর্যন্ত রাস্তার কংক্রিট ঢালাই নির্মানের সূচনা হলো আজ ৯ অক্টোবর। এই নতুন রাস্তা নির্মান করবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এর আনুষ্ঠানিক সূচনা করেন  দাসপুরের বিধায়ক মমতা  ভূঁইয়া। উপস্থিত ছিলেন দাসপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু, দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণী  দোলোই, সহ-সভাপতি আশীষ হুতাইত  প্রমুখ।  উল্লেখ্য এই রাস্তার জন্যই গ্রামবাসীরা পথ অবরোধ, বিক্ষোভ সহ একাধিক উপায়ে  দীর্ঘ চার বছর ধরে আন্দোলন করেছিলেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।