দাসপুরের সুজানগরের পার্ক আবার খুলে যাচ্ছে, থাকছে বড় চমক

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ১ লা সেপ্টেম্বর ২০২৪ থেকে আবার খুলে যাচ্ছে দাসপুরের সুজানগরের শহীদ প্রদ্যোত শিশু উদ্যান। বাৎসরিক ৩ লক্ষ টাকায় লিজ দেওয়া হয়েছে এই পার্কের। শনিবারের বিকেলে পার্কের শেষ মুহূর্তের কাজ খতিয়ে দেখলেন দাসপুর ১ বিডিও দীপঙ্কর বিশ্বাস। উল্লেখ্য দাসপুরের এই পার্ক নিয়ে ভুরি ভুরি অভিযোগ ছিল। পার্কে আসা বন্ধু বান্ধব বা প্রিয়জনদের গোপনে ছবি ভিডিও তুলে পরে তা দেখিয়ে রিতীমত ব্ল্যাকমেইল করে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ ছিল পূর্বের পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত ৩১ জুলাই পার্কে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন।  এদিন বিকেলে দাসপুর ১ বিডিও আমাদের ক্যামেরার সামনে সাফ জানালেন পার্ককে তাঁরা একেবারে ঢেলে সাজাচ্ছেন। প্রবেশ মূল্য আগের মতোই থাকছে। বাইক,প্রাভেট কার পার্কিং এর ব্যবস্থা,পানীয়জল শৌচালয় ব্যবস্থা তো আছেই। অন্যদিকে এবার পর্যটকরা এখানে রাত্রিবাসও করতে পারবেন বলে জানান দীপঙ্কর বাবু। পাশ দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী সাথে শিমলার যে দ যা অনেকটাই অশ্বক্ষুরাকৃতি তার নৈসর্গিক দৃশ্য অবলোকনের পাশাপাশি থাকছে থাকা খাওয়ার সু ব্যবস্থা। অন্যদিকে এবার নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি প্রশাসন। পার্কের দেওয়ালে দেওয়া থাকবে গ্রাম পঞ্চায়েত সদস্যের পাশাপাশি থানার ওসি থেকে দাসপুর ১ বিডিওর ফোন নাম্বারও। যে কোনো সমস্যায় পড়লে সাথে সাথে ওই নাম্বার গুলিতে ফোন করলেই মিলবে সমাধান। অন্যদিকে ২৫ ডিসেম্বর বা ১লা জানুয়ারির মত দিন গুলিতে থাকছে বাড়তি পুলিশি নিরাপত্তা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।