এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুরে বিশালকার পাখিকে নিয়ে চাঞ্চল্য

Published on: May 14, 2020 । 12:12 PM

সুমন করণ: আজ সকালে দাসপুর থানার মাগুরিয়ার মাঠে এই বিশালাকার পাখিটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ওই এলাকার বাসিন্দারা বলেন, মাঠের মাঝে পাখিটি ঝিমোচ্ছিল। আমরা আজ ১৪ মে সকালে পাখিটিকে  উদ্ধার করে নিয়ে একটি মুরগির খাঁচাতে রাখার ব্যবস্থা করেছি। ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, পাখিটি ধনেশ পাখি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর ওজনও ৫-৬ কেজির মতো। এই এলাকায় এই পাখিটি থাকে না। পরিযায়ী এই পাখিটি কোনও ভাবে এলাকায় চলে এসেছে। আমরা পাখিটিকে উদ্ধার করার ব্যবস্থা করছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now