বানভাসি মানুষদের পাশে দাঁড়ালেন দাসপুরের স্বেচ্ছাসেবী সংস্থা

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: শিলাবতী নদীর প্রবল জলস্ফীতিতে ঘাটাল মহকুমা প্রায় জলমগ্ন হয়ে যায়। মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দাসপুর-১ ব্লকের রাজনগরেরও বেশ কয়েকটি গ্ৰাম জলের তলায় চলে যায় এবং চরম দুর্ভোগে দিন কাটান ওই সমস্ত এলাকার মানুষেরা। রাজনগরের পশ্চিমের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংস্থা ডিইডবলুএস (দাসপুর ইউফোরিক ওয়েলফেয়ার সোসাইটি) এর সদস্যরা। মঙ্গলবার ৩ আগস্ট ওই সংস্থার পক্ষ থেকে ত্রাণ তুলে দেওয়া হয় বন্যা দুর্গতদের হাতে। ওই এলাকার প্রায় ২০০ টি পরিবারকে নানা ধরনের শুকনো খাবার ও পানীয় জল দিয়ে সাহায্য করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা রামকৃষ্ণ মন্ডল ইন্সটিটিউট অফ এডুকেশনের অধ্যাপক ড. সুমন্তকুমার খাঁড়া বলেন, চারিদিকের বন্যা পরিস্থিতির কারণে সাধারণ মানুষের অসহায় অবস্থার কথা খবর নিউজে দেখে বাড়িতে আর বসে থাকতে পারলাম না। তাই সংস্থার প্রত্যেকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিই আমরা আমাদের সাধ্যমতো বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবো। সেইমতো মঙ্গলবার আমরা বেরিয়ে পড়ি ত্রাণ বিতরণ করতে। কিন্তু ত্রাণ বিতরণ করতে গিয়ে সাধারণ মানুষের অসহায় অবস্থা দেখে চোখে জল চলে এলো। চাষিদের চাষের জমিগুলি জলের তলায়। পানীয় জলের পাম্পগুলিও জলের ডুবে রয়েছে। নেই বিদ্যুৎ সংযোগ, নেই মোবাইল পরিষেবা। কোনও কোনও জায়গায় এক একটি দ্বীপের মতো জেগে আছে। পাকা বাড়িগুলির ছাদে ত্রিপল তুলে গবাদি পশু ও মানুষেরা একই সাথে দিন কাটাচ্ছেন। তার সাথে চারিদিক জলমগ্ন হওয়ায় বিষধর সাপের উপদ্রবও দেখা দিয়েছে।

খাওয়ার জন্য একটু জল আর ত্রাণ হাতে পেয়ে খুশি ওই সমস্ত মানুষেরা‌। বানভাসি মানুষদের পাশে থাকতে পেরে তাঁরা পরিতৃপ্তি পেয়েছেন বলে জানান সংস্থার সদস্য তথা রাজনগর ইউনিয়ন হাইস্কুলের সহকারী শিক্ষক রামকৃষ্ণ দত্ত। আবার যাতে ওই সমস্ত মানুষদের সাহায্য করা যায় তার জন্য সংস্থার সদস্যদের সঙ্গে আলোচনা চলছে।

 

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015