দাসপুরের চোলাই মদের ভাটি ও ঠেক ভাঙল পুলিশ

নিজস্ব সংবাদাতা: লকডাউনের সময় হাতে কোনও কাজ নেই, অফুরন্ত সময়। সেজন্য অনেকেই মদপান করে স্ফূর্তি করে দিন কাটাতে শুরু করেছেন। এই পরিস্থিতে  দাসপুরের বিভিন্ন এলাকায়  চোলাই মদের চাহিদা   দিন দিন আরও বাড়ছে। আর সেই চাহিদা পূরণ করতে দাসপুর-২ ব্লকের আরিট গ্রামে বেশ কয়েকটি পরিবারে  চলছিল চোলাই মদের বিরামহীন উৎপাদন।  দাসপুর থানার উদ্যোগ আজ প্রায় ১৫-২০টি মদের ভাটি ভেঙে দেওয়া হয়। নষ্ট করে দেওয়া হয় কয়েক হাজার লিটার মদ। দাসপুর থানার পুলিশের ওই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। কীভাবে মদের ভাটিগুলি ভাঙা তা এই ভিডিওতে দেখে নিন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।