এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

Published on: August 29, 2021 । 5:14 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার কুল্টিকরীতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সঞ্জয় মণ্ডল(২৮)।

জানা যায়, ২৭ আগস্ট সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করে এবং বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ২৮ আগস্ট সকালে মুখ দিয়ে অনবরত লালা বের হয় সেইসঙ্গে কন্ঠ বুজে আসে। পরিবারের লোকজন তড়িঘড়ি করে গৌরার বেসরকারি নাসিংহোমে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে। আজ রবিবার ভোরবেলা তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের অনুমান খাদ্যে বিষক্রিয়া অথবা সাপের কামড়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়বাবু চাষবাস করতেন তার সাথে রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর চার বছরের ছেলে ও এক বছরের মেয়েও রয়েছে একটি। আজ সঞ্জয়বাবুর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েন।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।