বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিয়ের পাকা দেখা হয়ে গিয়েছিল। শেষে বেঁকে বসে পাত্রপক্ষ। ধর্নায় পাত্রী। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে যুবকের বাড়িতে বিবাহের দাবি নিয়ে ধর্নায় বসলেন যুবতী। সাহাচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে পাত্রের বাড়ি। পাত্রের নাম আবুমোসা মল্লিক,বয়স ২২। পাত্রীর বাড়ি সাহাচক গ্রাম পঞ্চায়েতের ভূতা গ্রামে। পাত্রীর নাম আরবিনা খাতুন, বয়স ২৫ বছর। যুবতীর বাড়ির তরফে অভিযোগ প্রায় দেড় বছর ধরে তাদের মেয়ের সঙ্গে মেলামেশা করে আসছিল যুবক। তাদের সম্পর্কের কথা জানতে পেরে দুই পক্ষের তরফে কিছুদিন আগে বিবাহ ঠিক হয়। তবে শেষ মুহূর্তে বেঁকে বসে পাত্রপক্ষ। পাত্রীর বাবা আলাউদ্দিন সহ পাত্রীপক্ষের অন্যান্য লোকেরা অভিযোগ করে বলেন ছেলে বিয়ে করতে রাজি থাকলেও মা-বাবা রাজি নেই। তাই ছেলেকে অন্যত্র লুকিয়ে রেখেছে। তাদের মেয়েকে বিয়ে করতে হবে এই দাবি নিয়ে তারা পাত্রের বাড়িতে পৌঁছায়। সেই সাথে পাত্রের বাড়ির সামনে ঠাঁয়ে ধর্নায় বসে থাকেন ওই যুবতী। শেষে খবর পৌঁছায় দাসপুর থানায়, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য মানুষ জনের সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করে পাত্রপক্ষ। শেষে এক প্রকার অমীমাংসিতভাবে ঘটনার নিষ্পত্তি ঘটে। ঠিক হয় পরে প্রশাসন ও দুইপক্ষকে নিয়ে মীমাংসা হবে।