এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

উড়িষ্যা থেকে ঠেলা ঠেলে গন্তব্য মুর্শিদাবাদ,৬১ এর এই যুবক এখন দাসপুরে

Published on: July 7, 2023 । 8:39 AM

সৌমেন মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অদম্য মনোবল আর ইচ্ছা শক্তির কাছে বয়স একটা সংখ্যা মাত্র। ৬১ এর মহম্মদ নেসু সেখ নিজের প্রিয় ঠেলা গাড়িটি আজ প্রায় ২৩ দিন ধরে ঠেলতে ঠেলতে যাচ্ছেন মুর্শিদাবাদে নিজের বাড়ির পথে। ২৩ দিন আগে উড়িষ্যা থেকে রওনা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে পৌঁছান দাসপুরের খুকুড়দহে। খুকুড়দহ বাজার কমিটির দোকানদাররা ৬১ এর এই তরতাজা যুবকের গলায় ফুলের মালা দিয়ে তাঁর রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। শুক্রবারের ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হবে নেসু সেখের আবার পায়ে পায়ে পথ চলা, লক্ষ্য নিজের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা। জানা গেছে, দীর্ঘদিন তিনি উড়িষ্যার কটকে দিনে ঠিকাদারের শ্রমিকের কাজ আর রাতে শহরের রাস্তার ফুটপাতে নিজের টাকায় কেনা এক ঠেলায় খাবারদাবারের ব্যবসা করতেন। কিন্তু সম্প্রতি কটকে প্রশাসন রাস্তার দুইধারের সমস্ত হকার দোকানদানি তুলে দিয়েছে। তার জেরে মুর্শিদাবাদের এই ৬১ বছরের মহম্মদ নেসু সেখ তাঁর আয়ের উৎস হারান। অন্যদিকে বাড়ছে বয়স। তাই তিনি ঠিক করেন বাড়িতেই এই ঠেলায় ব্যবসা পাতবেন। কিন্তু এই ঠেলা গাড়িটি মুর্শিদাবাদের বাড়ি পৌঁছানোর জন্য ভাড়া চাওয়া হয় ১৭ হাজার টাকা। দিন মজুর নেসু ঠিক করেন পায়ে হেঁটেই ঠেলা ঠেলে উড়িষ্যার কটক থেকে পৌঁছাবেন মুর্শিদাবাদের লালগোলার মিয়াপুরে গ্রামের বাড়িতে। গত ১৩ জুন রওনা দেন উড়িষ্যার কটক থেকে। ৬ জুলাই বৃহস্পতিবার রাতে তিনি পৌঁছালেন দাসপুরের খুকুড়দহতে। পথ এখনও অনেক বাকি কিন্তু ৬১ এর এই যুবকের অদম্য মনোবলের কাছে দাসপুর থেকে মুর্শিদাবাদের দীর্ঘ পথ যেন অনেক নিকট।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা