মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: জেলা পেরিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে ফিরল দাসপুরের ছাত্রছাত্রীরা। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
‘স্বাধীনতার ৭৫ বছর: ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি’ এই বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রতিযোগিতায় রাজ্যে প্রথম হলেন দাসপুরের সুরজিৎ ঘোষ। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে দ্বিতীয় হয়েছে রাজনগর হাইস্কুলের ছাত্রী নীপবীথি ঘোষ এবং বিপক্ষে দ্বিতীয় হয়েছে কলোড়া হাইস্কুলের ঈশিকা মুখোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতাটি ১১ জুন রবিবার কলকাতার মিত্র ইন্সটিটিউশনে হয়েছিল। দাসপুরের এই তিন ছাত্রছাত্রীরা জেলায় প্রথম হয়ে রাজ্যে স্তরের প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল। রাজ্যস্তরের প্রতিযোগিতায় গিয়েও তারা তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। সর্বসাধারণ বিভাগের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতায় জেলা স্তরের পর এবার রাজ্য স্তরেও প্রথম স্থান অধিকার করেছেন সুরজিৎ ঘোষ। সুরজিতের বাড়ি দাসপুর- ২ ব্লকের কামালপুর গ্রামে। বর্তমানে সুরজিৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একজন পি.এইচ.ডি গবেষক এবং মেদিনীপুর শহরের শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর শিশু নিকেতনের একজন সহকারী শিক্ষক।
এছাড়াও দাসপুর রাজনগর ইউনিয়ন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী নীপবীথি ঘোষ বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে দ্বিতীয় হয়েছে। নীপবীথির বাড়ি দাসপুর-১ ব্লকের রাজনগরেই। পড়াশোনার পাশাপাশি তবলা ও ক্লাসিক্যাল সঙ্গীত শিখছে নীপবীথি। ওই ব্লকেরই কলোড়া হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ঈশিকা মুখোপাধ্যায় বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষে দ্বিতীয় হয়েছে। ঈশিকাও পড়াশোনার পাশাপাশি কবিতা শেখে এবং বাবা অরুণজ্যোতি মুখোপাধ্যায়ের থেকে ম্যাজিক শো শেখে। বাবার সঙ্গে কয়েকটি ম্যাজিক শো’তেও ম্যাজিক দেখাতে গিয়েছে। দাসপুরের এই তিন ছাত্রছাত্রীর সাফল্যে স্বভাবতই খুশি দাসপুর সহ মহকুমাবাসীও।