দাসপুরে সরকারি খালের মাটি বেচে দেওয়ার অভিযোগ

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: সরকারি ভাবে খাল, সেই খাল পাড়েই জমি কিনেছেন এক ব্যক্তি। রাতের অন্ধকারে কখনও বা প্রকাশ্যে সেই নিজের [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কেনা জমির চৌহদ্দির বাইরে সরকারি খাল থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ। ঘটনাকে ঘিরে আজ শনিবারের সকাল থেকেই উত্তপ্ত দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের সবুজ সংঘ মাঠ সংলগ্ন এলাকা। স্থানীয়দের অভিযোগ, দাসপুরের সাগরপুরের বাসিন্দা ক্ষুদিরাম রানা ওই খালপাড়ে জায়গা কিনে বাড়ি তৈরির নামে ওই খালের পাড় থেকে মাটি কেটে বিক্রি করছে। এই অভিযোগেই গ্রামবাসীরা দাসপুর-১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়া মাত্রই আজ শনিবারের বিকেলে দপ্তরের আর আই ঘটনাস্থলে পৌঁছে কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিলেন। স্থানীয়দের অভিযোগ এলাকার কোনও প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ মদতে এভাবে সরকারি জায়গার মাটি কেটে বিক্রি চলছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।